রাঙামাটিতে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ওই নারীর নাম তাসলিমা বেগম (৫০)। আজ শনিবার সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মো. ছিদ্দীক ও সহ-ধর্মীনী স্ত্রী তাসলিমার বসবাস। কিন্তু র্দীঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। অবশেষে স্বামীর সাথে কলহের একপর্যায়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে তাসলিমা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শেষে বাড়ি ফিরলে মৃত্যু হয় তার।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিনের বলেন, স্থানীয়দের মাধ্যমে এ খবর শুনেছি। তবে নিহতের স্বজনদের কাছ থেকে এ ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ