দিনাজপুরের খানসামায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসমাগম এড়াতে সাপ্তাহিক হাট-বাজার বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার সাপ্তাহিক হাট বসার আশঙ্কায় খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে সাপ্তাহিক হাট বন্ধে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন, আঙ্গারপারড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্সহ ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও আনসার সদস্যদর সাথে নিয়ে হাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়।
খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, সাপ্তাহিক হাটে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় হাট বন্ধের বিষয়ে আগে থেকেই মাইকিং ও প্রচারণা চালানো হয়েছে। তবুও ভোর থেকেই বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে এবং নিয়মিত টহলের মাধ্যমে সাপ্তাহিক হাট বন্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই প্রচার-প্রচারণা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন