যশোরের কেশবপুর উপজেলায় আরও ৫ হাজার ২শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা দিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। শনিবার দুপুরে তার দেয়া খাদ্য সামগ্রী ট্রাকে করে সেখানে পাঠিয়ে দেয়া হয়।
প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, আটা ও সাবান। এ খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। এদিন খাদ্যসামগ্রী ছাড়াও ৫ হাজার পিচ মাস্ক, ২ হাজার ২শ’ পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ১০০ পিচি পিপিইও সরবরাহ করেন তিনি।
এর আগে তিনি জেলার ৮ উপজেলার সব ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি যশোর জেনারেল হাসপাতালে করোনা সনাক্তকরণ কিটস্, পোর্টেবল এক্স-রে মেশিন, ইসিজি, পিপিইসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল