ফেনীর পরশুরামে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে উপজেলার ৫ নম্বর দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, করোনা চলমান পরিস্থিতিতে কিছুদিন ধরে তিনি ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক জানান, পূর্ব থেকে তার শ্বাসকষ্ট ছিলো। তবু মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ছিলো কিনা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর মেডিকেল পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
তিনি পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন