বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার কারণে গৃহবন্দি হয়ে থাকা ২৫শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনদিন ধরে তার ছোট ভাই শেখ ফিরোজ কবিরসহ বিএনপির নেতৃবৃন্দ সরকারি ত্রাণ বঞ্চিত এসব বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
শেখ ফরিদ জানান, এই দুটি উপজেলায় করোনায় গৃহবন্দি হয়ে থাকা সরকারি ত্রাণ বঞ্চিত ২৫শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপি শীর্ষ নেতাদের নির্দেশে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন