মানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্রামের এক ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যুর ঘটনায় তাকে দাফন করতে বাধা দিচ্ছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে মৃত ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং এলাকাবাসীর অনুরোধে তিনি ১২ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
ভারারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় গ্রামবাসী তার দাফনের আগে নমুনা সংগ্রহ করার দাবি জানিয়েছেন। বিকেলে ডাক্তার এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এখন লাশ দাফনের প্রস্তুতি চলছে।
এদিকে মানিকগঞ্জে আরও দুই ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন শিবালয় এবং অপরজন হরিরামপুর উপজেলার বাসিন্দা। আজ শনিবার সকালে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট ছয়জন ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হলো।
বিডি প্রতিদিন/হিমেল