করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা জন্য সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদর রহমান মাসুম।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়ন পরিষদে তিনি সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিনের হাতে পিপিই তুলে দেন। এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন ও সকল সংবাদ কর্মীবৃন্দের জন্য পিপিই দেন।
এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কঠিন সময় পার করছে মানুষ। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহর কাজে থাকেন। তাই তাদেরও পেশাগত নিরাপত্তার দরকার রয়েছে। বিষয়টি মাথায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে সোনারগাঁও উপজেলার কমর্রত সাংবাদিকদের জন্য পিপিই দিয়েছি।
বিডি প্রতিদিন/ফারজানা