নরসিংদীর মাধবদীতে ৪ শতাধিক টেক্সটাইল শ্রমিক, অসহায় গরিব দুস্থ ও নিন্ম মধ্যবিত্তদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আজ রবিবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের উদ্যোগে টেক্সটাইল শ্রমিকসহ গরীব দুস্থ ও নিম্ন মধ্যবিত্তদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনার দুর্যোগ পূর্ণ সময়ে বিপাকে পড়েছে অসহায় গরীব দুস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। কর্মহীন থাকায় আর্থিক অসচ্ছলতার পাশাপাশি খাবারের অভাব দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে জেলা বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়। এর আগে চিনিশপুর ইউনিয়নে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে উপন্থিত ছিলেন মাধবদী পৌরসভা ছাত্রদলের কনভেনার আনোয়ার হোসেন আনু, সদর থানা ছাত্রদলের কনভেনার কাজি ওয়াসিম, মাধবদী পৌরসভা যুবদলের সদস্য সচিব জোবায়ের হোনের রকিব, তপন মাহামুদ,সাইদুজ্জামান জামান টুকু, ইসাকসহ বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল