চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
মৃত নারীর করোনা বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করেছে। মৃত্যুর আগে ওই নারী জ্বর ও ডায়রিয়া রোগে ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, শনিবার সন্ধ্যার দিকে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের নারী তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। এসময় তিনি জ্বর ও ডায়রিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তার মৃতদেহ নিজবাড়ি খয়েরহুদা গ্রামে নিয়ে আনা হয় এবং দাফন কাজ সম্পন্ন হয়। এসময় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার