নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের উদ্যোগে ২৯শ প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। রবিবার দুপুরে সংসদ সদস্যের বাড়িতে এই কর্মসূচি শুরু হয়।
এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, নীলফামারী সদরের ২৯শ প্রতিবন্ধীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। তাদের প্রত্যেকের তালিকা করা হয়ছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু ও সাবান।
বিডি প্রতিদিন/আল আমীন