শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার পালং মডেল থানা চত্বরে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন, ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক মোহাম্মদ আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, করোনাভাইরাস আতঙ্কে জেলা লকডাউন করা হয়েছে। এই সময় কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ উপার্জনহীন হয়ে পড়েছে। কর্মহীন অসহায় মানুষের তালিকা করে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের তালিকা করে ত্রাণ বিতরণ করা হলো। প্রতি থানা এলাকায় ৫০ জন ইমামকে ত্রাণের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন