পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানখালী গ্রামে সামসুল হকের ৬৫ বছরের স্ত্রী রাহিমা বেগমের মৃত্যুতে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হওয়ায় করোনা প্রটোকল মেনে তাকে দাফন করা করা হয়েছে। ঢাকা থেকে শনিবার সন্ধ্যায় এম্বুলেন্সে বাড়িতে আসার পথে বরিশাল-পটুয়াখালী সড়কে তার মৃত্যু হয়। রবিবার সকালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর তাকে করোনা প্রটোকলে দাফন সম্পন্ন করা হয়েছে।
রাহিমা বেগম দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকা খেকে গলাচিপায় আসা রহিমার পুত্রবধূ ও নাতি হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলাম।
তিনি আরও জানান, গলাচিপা পৌর এলাকার অপর এক ব্যক্তির করোনাভাইরাসের লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, মৃত রাহিমা বেগমের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট পেলেই প্রকৃত কারণ জানতে পারা যাবে। এর আগে রাহিমা বেগমের সাথে থাকা পুত্রবধূ ও নাতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ