করোনার প্রার্দুভাবে কক্সবাজারের টেকনাফে কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মুক্তির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় ও এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের অর্থায়নে কর্মহীন ১০০ পরিবারকে এ ত্রাণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিফাত বিন রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও অফিসে কর্মরত ইউএনডিপির ফিল্ড কর্মকর্তা সুবিমল বড়ুয়া, মুক্তি কক্সবাজারের প্রজেক্ট কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন চৌধুরী, হেড অফিসের কর্মকর্তা সাকিব মাহমুদ, টেকনাফ প্রজেক্ট অফিসার মোঃ শাহাদত হোসেন, পিআইও অফিসের কার্য্য সহকারী মোঃ সাকিল প্রধান, অনুপ বড়ুয়াসহ মুক্তি কক্সবাজারের কর্মকর্তা ও মিডিয়কর্মীগণ উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে গরীব মানুষগুলো বিতরণকারীদের ধন্যবাদ জানায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিফাত বিন রহমান বলেন, অসহায় ও গরীব পরিবারের মাঝে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করেছি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যাচাই বাছাই করে করোনাভাইরাসের কারণে কর্মহীন হওয়া অসহায় ও দরিদ্র মানুষের তালিকা তৈরী করে আমরা তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ