নড়াইল-২ আসনের সংসদ সদস্য, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে জেলা কারাগারের ১৪৪ কয়েদির মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান প্রদান প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে কারাগার চত্বরে জেল সুপার মুজিবুল হকের কাছে এসব উপকরণ তুলে দেন মাশরাফি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমুখ।
মাশরাফি বিন মর্তুজা বলেন, কয়েদিরা তাদের কর্মের জন্য সাজা ভোগ করলেও তাদের প্রটেকশন দেওয়াটা জরুরি। সে জন্য এই ব্যবস্থা নেওয়া।
বিডি প্রতিদিন/আল আমীন