টাঙ্গাইলের সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে বোরহান উদ্দিন (৭০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি উপজেলার বেতুয়া গ্রামে। এ ঘটনায় পৌর এলাকার সানাবান্দা ও তার গ্রামের বাড়ির লোকজনের মধ্যে করোনার ভয়ে আতঙ্ক বিরাজ করছে।
এ দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) পাঠানো হয়েছে। সেই সাথে ওই বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধওে তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিলো। এ ছাড়া সার্জারি অপারেশনের রোগী ছিলেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বীর মুক্তিযোদ্ধা হিসেবে বোরহান উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন