কিশোরগঞ্জের বাজিতপুরে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উপজেলার হালিমপুরে একটি বাড়িতে পরিত্যক্ত অবস্থায় চালগুলো পাওয়া যায়।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ্তীময়ী জামান জানান, রবিবার বিকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে একটি খড়ের ঘরে ১০ বস্তা চাল পাওয়া যায়। চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির বলে তিনি নিশ্চিত করেন। তবে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন