ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। উপজেলার প্রতাপগঞ্জ বাজারে এ সময় মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকায়, গণজমায়েত, অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় এবং দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীরের’র অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল সাকাওয়াত হোসেন পিপিএম, পিএসসি’র নেতৃত্বে সেনা সদস্য মাঠে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার ক্যাপ্টেন মোহাম্মদ আলী হাসান ও ওয়ারেন্ট অফিসার্স মাসুদসহ উপজেলার প্রতাপগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে সচেতনতা মূলক মাইকিং ও টহল দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ