চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত পৌনে ৮ টার দিকে সে মারা যায় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। মৃত্যুর পর ওই কিশোরের বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেয়া হয়েছে এবং পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, ওই কিশোর রাজশাহীর একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তিনদিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে সে। এরপর থেকেই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় ভুগছিল। রবিবার রাত পৌনে ৮ টার দিকে সে মারা যায়। করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, কিশোরের মৃত্যর পর বাঘারপাড়া গ্রাম লকডাউন করা হয়েছে এবং তার বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে রাতেই বিশেষ ব্যবস্থায় জানাযা শেষে শিশুটির লাশ দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার