কুষ্টিয়ার দৌলতপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে ৪ শতাধিক কর্মহীন, দরিদ্র, দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। আজ মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর মাষ্টারপাড়া শুকুরোন নেছা একাডেমি চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিক তত্বাবধান করেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু।
বিডি প্রতিদিন/এ মজুমদার