করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের ফতেহ আলী বাজার ও রাজাবাজারের খুচরা কাঁচাবাজার আলতাফুন্নেছা খেলার মাঠে সোমবার সকালে স্থানান্তর করা হয়েছে। খেলার মাঠ থেকে এই বাজার স্থানান্তরের দাবি তুলেছে আশেপাশের বাসিন্দারা।
মঙ্গলবার সকালে বাজার স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। পরে পুলিশ গিয়ে সরিয়ে দেয় তাদের।
বক্তারা বলেন, আবাসিক এলাকায় বাজারের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই অবিলম্বে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বাজার সরিয়ে নেয়ার দাবি জানান তারা।
এসময় বক্তব্য দেন মোশারফ হোসেন মুকুল, এ্যাডোনিস তালুকদার বাবু, প্রকৌশলী হেলাল উদ্দিন, আরিফুর রহমান আরিফ, আব্দুল বারী।
বিডি প্রতিদিন/আরাফাত