লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি প্রণোদনা হিসেবে উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে মঙ্গলবার সম্পূর্ণ নিরাপদ দূরত্বে থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূস ভূঁইয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. হারুন এর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন