সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি দশ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির জন্য পাচারকালে ৫০ বস্তা চালসহ তিন জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল- রায়গঞ্জ উপজেলার চকগোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল সাত্তার (৫০), ঘুড়কা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল হাশেম (২৫) ও আব্দুর রহমানের ছেলে সাদেক আলী (৩২)।
র্যাবের মিডিয়া অফিসার এম.এম.এইচ ইমরান জানান, সোমবার সন্ধ্যার আগে র্যাব-১২ সদস্যরা করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে দায়িত্ব পালনকালে উপজেলার ভুইয়াগাতী বাজারে ১০ টাকা কেজি দরের চাল পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাকে রাখা ৫০ বস্তা চাল উদ্ধারসহ চাল কালোবাজারির সাথে জড়িত তিন জনকে আটক করা হয়।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার