ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজ মঙ্গলবার সকালে পুকুর থেকে ফাহিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিমা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের রামক্যাশব গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই জানান, ১০ বছর আগে প্রতিবেশি ব্যবসায়ী নজরুলের সাথে ফাহিমার বিয়ে হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে। গত ৬ মাস আগে নজরুল গোপনে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলতে থাকে। ধারণা করা হচ্ছে ওই কলহের জের ধরে নজরুল ফাহিমা মেরে বাড়ির সামনের পুকুরে ফেলে রেখে পালিয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জনান, ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। নিহতের স্বামী নজরুল পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নজরুলের ভাই নুরে আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার