প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ চাতাল শিশু। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জের সোনারামপুরে অবস্থিত ওই কেন্দ্রে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার চাতাল শিশুদের মাঝে এই শিশুখাদ্য তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মেজাম্মেল হক, সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, সমকালের প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ জন শিশুকে ২’শ গ্রাম গুড়ো দুধ, এক প্যাকেট বিস্কুট, আধা কেজি সুজি, চিনি আধা কেজি, ডাল আধা কেজি করে প্রদান করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশুখাদ্য উপহার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ চাতাল শিশুর কাছে পৌঁছে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম