সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫৫টি হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়গঞ্জ (পুসার)’ নামের একটি সংগঠন। দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে আজ মঙ্গলবার এই খাদ্যসহায়তা দেওয়া হয়।
এক্ষেত্রে জনসমাগম সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এসব দরিদ্রের বাড়িতে সংগঠনের একজন করে সদস্য গিয়ে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ টি করে সাবান দিয়ে আসেন।
এই কাজে এগিয়ে আসা সদস্যরা হলেন- শরীফুল ইসলাম নীরব, কানিজ ফাতিমা সোনিয়া, সাব্বির আহমেদ, দিবাকর দাস, আরিফ হোসাইন, আব্দুল্লাহ আল গালিব, আব্দুর রহমান, মাসুদ রানা, এমদাদুল হক সজিব, কাওসার আহমেদ, প্রিয়রঞ্জন পাল প্রমুখ।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক ও রবিউল ইসলাম আকন্দ বলেন, সংগঠনটি নতুন। শিগগিরই একটি আহ্বায়ক কমিটি হবে। ভাবতে ভাল লাগছে যে, সংগঠনটির যাত্রা শুরুই হলো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। আশা করি সামাজিক এই সংগঠনটি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের জন্য ভাল কিছু করতে পারবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম