বাগেরহাটের মোংলা পৌরসভা এলাকা থেকে ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কেউ আটক হয়নি। সোমবার দিবাগত গভীর রাতে পৌরসভার মাদ্রাসা রোড সংলগ্ন বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল ফেলে রেখে পালিয়ে যাওয়ায় এর সাথে সংশ্লিষ্ট চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া খাদ্য অধিদপ্তরের প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
মাংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পৌরসভার মাদ্রাসা রোড সংলগ্ন বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। কিভাবে চালের বস্তা এখানে এলো এবং কারাই আনলো। যেহেতু কেউকে আটক বা গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় আপতত মামলা নয়, জিডি করা হবে। কে বা কাহারা এর সাথে জড়িত তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মোংলা সরকারি খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মো. মমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ