বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে আজ জেলা সদর, বেতাগী ও পাথরঘাটা উপজেলায় ২৭৫ টি কর্মহীন পরিবারকে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
নৌবাহিনীর সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন। বেলা ১১টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কন্টিজেন্ট কমান্ডার এম জুবায়ের শাহিনের নেতৃত্বে খাদ্য সহায়তা প্রদান করা হয়। একই সময় বরগুনার বেতাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌবাহিনীর সদস্যরা খাদ্য সহায়তা দিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন