করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজস্ব তহবিল থেকে তার নির্বাচনী এলাকার ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার আদিতমারী উপজেলায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহায়তায় ৫ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মোবাইলের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে বলেন, বর্তমান সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যেন একজন মানুষও অভুক্ত না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এজন্যই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছেন বলে জানান। তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ওসি সাইফুল ইসলাম, সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, মসুর ডাল আধা কেজি ও লবণ আধা কেজি। এসব খাদ্যসামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে রিকশা, অটোরিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানদার, গৃহকর্মী, নৈশপ্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। আগেই উপজেলার ৮টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ৫ হাজার পরিবারের তালিকা তৈরি করেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগে, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার হোম কোয়ারান্টাইনে থাকা প্রায় আড়াইশ পরিবারের মাঝে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল