মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নে ট্রলি চালানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। আজ দুপুরে চাষকৃত জমির উপর দিয়ে ট্রলি চলাচলে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে নারীসহ ১০ জনকে আহত করা হয়েছে।
সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের ১৬ আনি কান্দিতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় হবি কারকন (৪০), সবুজ কারকন(৩৫), সিমু বেগম,চানু কারকন(৭০), রোকসনা (৩৬), শাহেলা বেগম (৩৫), রহিমা বেগম (৫০), মোঃ ফরহাদ (২৪) আহত হয়েছে। এসময় গ্রামটির ৯ ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। লুট করা হয় নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণ।
জানা গেছে, মাঝিকান্দি গ্রামের ইউপি সদস্য পারভিন বেগমের নির্দেশে একদল ট্রলি চালক ১৬ আনি কান্দির পাট চাষকৃত জমির উপর দিয়ে ট্রলি চলাচল করে। এসময় ১৬ আনিকান্দির জমির মালিক মোঃ মোক্তার হোসেন ট্রলি চলাচলে বাঁধা দেয়া। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ইউপি সদস্য পারভিনের নেতৃত্বে অলিউল্লাহ, জান শরিফ, মনু, মোবারক, রিপন গংরা ১৬ আনিকান্দিতে হামলা চালিয়ে গ্রামবাসীদের মারধর, বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
হামলার বিষয়ে জানতে চেয়ে অলিউল্লাহ গংদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল