জনসমাগম রোধ, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি এবং সরকারি চাল কালোবাজারে বিক্রির বিরুদ্ধে বরিশালে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় গৌরনদীতে সরকারি চাল চুরির ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে বরিশাল নগরী এবং সদর উপজেলার বুখাইনগর এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং অপ্রয়োজনে দোকান খোলা রেখে গণজমায়েত করার দায়ে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
গৌরনদীতে খাদ্য বিভাগের ১০ টাকা কেজি দরের ৫৪ বস্তা চাল চুরির দায়ে খাঞ্জাপুর ইউনিয়নের ওএমএস ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্ত ও চাল ব্যবসায়ী পংকজ সাহাকে মঙ্গলবার দুপুরে ৬ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড ঘোষণার পরই তাদের বিশেষ ব্যবস্থায় বরিশাল কারাগারে পাঠানো হয়।
এদিকে, জনসমাগম রোধ, শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির বিরুদ্ধে বরিশাল নগরী এবং সদর উপজেলায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম এবং অতিরিক্ত মূল্যে নিত্যপন্য বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠান থেকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সদর উপজেলার বুখাইনগর এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং অপ্রয়োজনে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৭টি ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া পৃথক ভ্রাম্যমাণ আদালত নিজে এবং অপরকে সুস্থ রাখতে সবাইকে ঘরে থাকতে জনগণের মাঝে প্রচারণ চালান। আইন শৃঙ্খলা বাহিনী পৃথক অভিযানে সহায়তা করেন।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম