সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রাণ না পেয়ে লকডাউন ভেঙে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কর্মহীন হতদরিদ্র মানুষ। আর বিক্ষোভকারীদের ঠেকাতে তাদের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ উঠছে চেয়ারম্যানের ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে উপজেলার লকডাউন ঘোষণা করা কৈজুরী ইউনিয়নে কৈজুরী বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
কৈজুরী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান শেখ জানান, সোমবার সকালে কৈজুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় ত্রাণ না পেয়ে বিপুল সংখ্যক মানুষ ফিরে যান। মঙ্গলবার সকালে চর কৈজুরী গ্রামের তিন শতাধিক দুস্থ মানুষ কৈজুরী বাজারে এসে ত্রাণের জন্য বিক্ষোভ করেন। এ সময় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে চেয়ারম্যানের ভাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আব্দুল খালেকের নেতৃত্বে চেয়ারম্যানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদেরে উপর হামলা করে তাড়িয়ে দেয়। এ সময় তারা সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা রিপন ও আমার নিজের বাড়িঘর ভাঙচুর করে।
কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, মহামারি করোনা দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী শুরু থেকে আত্মসাৎ করছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ কারণে লকডাউন ভেঙে ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন কর্মহীন শ্রমজীবী দুস্থ মানুষ।
চেয়ারম্যানের ভাই প্রফেসর আব্দুল খালেক বলেন, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি কাইয়ুমের উস্কানিতে একদল লোক সরকারবিরোধী মিছিল করেছে। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাঁধা দেয়।
তিনি আরও বলেন, ১৮ বছর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলাম। তবে এখন কোন দল করি না।
এ বিষয়ে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হয় নেই। আমরা যে বরাদ্দ পেয়েছি তা কর্মহীন মানুষের তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করেছি। এখানে বিএনপি ও আওয়ামী লীগের অপর একটি অংশ সরকার বিরোধী মিছিল করেছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামছুজ্জোহা বলেন, ত্রাণ না পেয়ে কিছু মানুষ লকডাউন ভেঙে বিক্ষোভ করেছে বলে শুনেছি। তবে যারা ত্রাণ পায়নি তাদেরকেও পর্যায়ক্রমে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম