ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে একমুখী প্রবেশ চালু করেছে পুলিশ। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কেনা-কাটা।
মঙ্গলবার সকালে শহরের “ট” বাজার ও নতুন হাটখোলা বাজারে এ ব্যতিক্রমী কর্মসূচি চালু করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে তহ বাজার ও নতুন হাটখোলা বাজারের দুই পাশে চেকপোস্ট বসানো হয়েছে। হাটে আগত ক্রেতারা একপাশ দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটা শেষে অন্যপাশ দিয়ে বের হবেন। তহ বাজারে ২০ মিনিট ও নতুন হাটখোলা বাজারে ৩০ মিনিটের মধ্যে কেনা শেষ করে বাড়িতে ফিরতে হবে। এর তদারকি করবে জেলা পুলিশের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম