লালমনিরহাটে করোনা আক্রান্ত হওয়া কামরুলের শিশু ছেলে সালমানও (৭) করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সদরের গুড়িয়াদহ গ্রামটি পুরো লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ থেকে আসা কামরুলকে (৩১) লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশনে ভর্তি করা হলে তার সংর্স্পশে আসা শিশু সন্তান সালমানের শরীরে করোনার পজিটিভ পাওয়া যায়। মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) উত্তম কুমার রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সিভিল সার্জন জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করতেন ওই যুবক। বাড়িতে আসার কয়েকদিন আগে জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে ট্রাকে করে বাড়িতে আসেন। বাড়িতে এসে আরো বেশি অসুস্থ হলে হোমিও চিকিৎসা নেন। এরপরেও তার শরীর ভালো না হলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা বাড়িতে থাকার পরামর্শ দেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তার নমুনা সংগ্রহ করে রংপুরের মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।
সিভিল সার্জন আরো জানান, শিশু সালমান দু’দিন থেকে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়। সোমবার সকালে তার শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলের পিসিআরে পাঠানো হলে পরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে শিশুটির শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মুলেন্দু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের লোকজন করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের ৫টি গ্রামে লাল পতাকা উত্তোলন করে দিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। ওই গ্রামে পুলিশ ও গ্রাম পুলিশ টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল