কিশোরগঞ্জের হোসেনপুরে ১০ টাকা কেজি দরের (খাদ্যবান্ধব কর্মসূচি) ২২ বস্তা চালসহ আশরাফুল ইসলাম (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঢাকিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জনতা বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে চাল পাচার করে নিয়ে যাওয়ার সময় আশরাফুলকে জনতা বাজারে স্থানীয় লোকজন আটক করে। পরে এ বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণের ২২ বস্তা চালসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এক ব্যবসায়ীর কাছ থেকে আশরাফুল চাল কিনে নিয়ে যাচ্ছিলেন। পরে তাকে আটক করা হয়। তবে কোন ব্যবসায়ীর কাছ থেকে চাল কিনেছেন, তা জানাতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন