নীলফামারীতে অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দুই ডিলারের লাইসেন্সসহ ডিলারশীপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা কাজী সাইফুদ্দিন অভি।
লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকার ডিলার হাবিবুর রহমান এবং চাপড়া সরমজানী ইউনিয়নের বাবড়িঝাড় এলাকার কামরুল ইসলাম।
খাদ্য বিভাগ সূত্র জানায়, সোমবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুহুলীতে ১০টাকা কেজি দরের চাল বিক্রির সময় সুবিধাভোগীদের কাছ অতিরিক্ত অর্থ আদায় এবং বাবড়িঝাড়ে সাতজনকে চাল না দিয়ে তাড়িয়ে দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, শর্ত ভঙ্গের অপরাধে তাদের দুইজনের লাইসেন্সসহ ডিলারশীপ বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, দুহুলীতে ৩০ কেজি চালের দাম ৩’শ টাকার পরিবর্তে অতিরিক্ত ১০ টাকা নেয় ডিলার এবং বাবড়িঝাড়ে কার্ডধারী সাতজনকে চাল না দেয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম