কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা থেকে ত্রাণের চালসহ আটকের পর মঈফুল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়। সোমবার রাতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় পরিদর্শক শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে সোমবার রাতে পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে ত্রাণের ৮৭ কেজি চালসহ বাজারের দোকানদার মঈফুলকে আটক করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চালসহ মঈফুলকে আটক করে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।
পরে দায়িত্বরত ট্যাগ অফিসার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। উলিপুর থানার অফিসার ইন চার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আটক ওই চাল ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন