নাটোরের গুরুদাসপুরে কৃষক আব্দুস সামাদের বসত বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এতে অসহায় হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ওই কৃষকের বাড়িতে সোমবার রাতেই খাবার ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা বলেন, বসতবাড়িতে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সামাদ ভেঙে পড়েছিলেন। নিজের সাধ্য মত চেষ্টা করে তার পরিবারের মাঝে কিছু খাবার ও নগদ অর্থ তার হাতে তুলে দেওয়া হয়েছে।
সমাজের বিত্তবান মানুষদের এসকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম