পঞ্চগড়ে কওমি মাদসারাগুলোতে অর্থসহায়তা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রত্যেক মাদরাসা প্রধানের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
করোনা পরিস্থিতিতে কওমি মাদসারাগুলোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া বরাদ্দ হিসেবে জেলার ১১০ টি কওমি মাদরাসাকে মোট ১১ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকার চেক দেয়া হয়।
এসময় দেশের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ