ফরিদপুরে করোনার কারণে অসহায় অবস্থায় থাকা সুবিধাবঞ্চিত দেড় শতাধিক প্রতিবন্ধী মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে)। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, একেকের পরিচালক এম এ জলিল, এফডিএর পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফর পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, পথকলি সংস্থার বেলায়েত হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, একেকের প্রোগ্রাম কো-অডিনেটর সিদ্দিকা ইয়াসমিন মিলি।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ, ২ কেজি গুড়া সাবান, ৬টি সাবান, ৪টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লাভস।
পরে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা দেড়শ নানা ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ট্রাকে করে বাড়িতে বাড়িীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন