করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রথম ও একমাত্র রোগী শাহাবুদ্দিন (৪৭) বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়ি উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর-চন্দনী গ্রামে।
জানা যায়, শাহাবুদ্দিন চট্টগ্রাম থেকে ১৩ এপ্রিল বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১৪ এপ্রিল করোনা উপসর্গ হওয়ায় ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পরীক্ষায় শাহাবুদ্দিনের নমুনার ফলাফল পজেটিভ আসলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।
পরবর্তীতে দুইবার তার নমুনা পরীক্ষার ফলাফলে রিপোর্ট নেগেটিভ আসায় আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিলে তিনি বাড়ি চলে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। তিনি বলেন এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ও একমাত্র রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে দুইবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার সকালে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি চলে যান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম