করোনাভাইরাস ঠেকাতে পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন অমান্য করে অন্য জেলা থেকে আগত কয়েকটি ট্রাককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার মিড়গড় এলাকায় বালু লোড করার সময় ১৬ ট্রাক চালককে ৫ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দণ্ডদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার মিরগড় বালুমহল এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে বালি পরিবহণের জন্য ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছিল। এই খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সংক্রমণ রোগ প্রতিরোধ আইনে প্রত্যেক ট্রাক চালককে ৫ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানা দিয়ে ওই ট্রাক চালকরা বালি আনলোড করে খালি ট্রাক নিয়ে চলে যান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সদর থানার ওসি আবু আক্কাস আহমদসহ পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন