ময়মনসিংহের ফুলপুরে মেয়রের উদ্যোগে অতিদরিদ্র, দুস্থ ও কর্মহীন ৩০০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
ত্রাণ হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় মেয়র মো. আমিনুল হক, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেয়র আমিনুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার ত্রাণ বিতরণ কাজ উদ্বোধন করেছেন। এসময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন