বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে উদ্ভুত সংকটকালে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রেখে জেলা সদরের ৩০০ দুস্থ ভিডিপি সদস্যের পরিবারে স্বস্তি ফেরানোর প্রচেষ্টায় খাদ্য সামগ্রী প্রদান করেছে জেলা আনসার ও ভিডিপি। এভাবে জেলায় ১৮০০ দুস্থ ভিডিপি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যে ভিডিপি সদস্যরা আছেন তারা বেশিরভাগই অসচ্ছল পরিবারের সদস্য। মাঠ পর্যায়ে বিভিন্ন উন্নয়ন ও শৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমান সময়ে দৈনন্দিন আয়ের পথটি বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে তারা খুব কষ্টে দিনাতিপাত করছেন। এই জন্য মুন্সীগঞ্জে ৩০০ জন করে ৬টি উপজেলায় মোট ১৮০০ জন সদস্যদেরকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৮০০ পরিবারের জন্য এসব খাদ্যসামগীর প্যাকেটজাত করে প্রস্তুত রাখা হয়েছে। এই সহায়তা কার্যক্রমে প্রত্যেক সদস্য পাবেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১টি সাবান ও মাস্ক।
বৃহস্পতিবার সকালে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক সহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। এরপর পর্যাক্রমে অন্যসব উপজেলায় এই সহায়তা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ