পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে বুধবার কিশোরগঞ্জে অভিযান চালিয়েছে র্যাব-১৪, সিপিসি-২। এ সময় শহরের হারুয়া এলাকার রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন অবস্থায় চানাচুর তৈরি, পুরাতন নোংরা তেল ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে চানাচুর তৈরির আলামত পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটির মালিক রফিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন