করোনা সংকট নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতৃবন্দ।
গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভা চেম্বার পরিচালনা পরিষদের সদস্য, জেলা শহরের মডার্ণ মার্কেট, ক্লাব-সুপার মার্কেট, শহীদ সাটু হল কমপ্লেক্স মার্কেট, আব্দুল মান্নান সেন্টু মার্কেট, সেন্টু মার্কেট এ ও বি ব্লক, ডিসি মার্কেট কমিটি এবং স্বর্ণকার সমিতির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ক্লাব-সুপার মার্কেট কমিটির সভাপতি মোঃ জাকারিয়া হোসেন জানান, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে চেম্বার সিদ্ধান্ত নেয়ায় মার্কেট না খোলায় ভাল হবে। কারণ ক্রেতাদের সমাগম ঘটলে তা রোধ করা সম্ভব হবে না। আর যে শর্ত দেয়া হয়েছে তা যদি ক্রেতারা না মানে বিপদে পড়তে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ