করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা নিয়ে আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কোন এমপি এলাকায় না থাকলেও উল্টো তারা অভিযোগ করছে আ’লীগ নাকি ত্রাণ দিচ্ছে না।
এই অভিযোগকে পাগলের প্রলাপ আখ্যায়িত করে তিনি বলেন, করোনা সংকটে সরকারি ত্রাণ সহায়তা ছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে সাড়ে ৩০ মে. টন চাল ও নগদ ৭ লাখ ৫ হাজার টাকা বিতরণ করেছেন।
এছাড়াও তিনি গ্রামীণ ট্রাভেলসের মালিক মোখলেসুর রহমানের সহায়তায় ২২ হাজার পরিবারকে ১ লাখ কেজি চাল, ১০ হাজার কেজি ডাল, ২২ হাজার কেজি আলু, ৫ হাজার কেজি মুড়ি ও ৫ হাজার পিস সাবান বিতরণ করেছেন। অন্যদিকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি এরফান আলী ৫ মে. টন চাল বিতরণ করেছেন।
এর আগে সকালে ৪শ চা দোকানদার ও রিকশাচালকে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ।
শনিবার সকালে শহরের পুরাতনবাজারস্থ নিজস্ব কার্যালয়ে প্রত্যেককে কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, হাবিবুর রহমান, সফিকুল ইসলামসহ অন্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন