সরকারের নির্দেশে বগুড়া কারাগার থেকে শুক্রবার বিকাল ৫ টায় তৃতীয় দফায় ৮৮ জন বন্দী মুক্তি পেয়েছে। এ নিয়ে বগুড়া কারাগার থেকে ৯৯ জন বন্দী মুক্তি পেলেন।
বগুড়া কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, কারা সদর দপ্তরে স্বল্প মেয়াদী কারাদণ্ড প্রাপ্তদের মুক্তি দেয়ার জন্য তালিকা চাওয়া হয়। বগুড়া করাগার থেকে ১৫৯ জন বন্দীর তালিকা পাঠানো হয়। বগুড়া কারাগারের ধারণ ক্ষমতা ৭২০ হলেও এখানে প্রতিদিন প্রায় ২২০০ বন্দী আছে। ধারণ ক্ষমতার তিন গুণ বন্দী থাকায় করোনা পরিস্থিতিতে শারীরিক গুরুত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। প্রথম দফায় ৪ জন, দ্বিতীয় দফায় ৭ জন এবং শুক্রবার বিকালে ৮৮ জনকে মুক্তি দেয়া হয়। বন্দীদের মধ্যে ২৮ জন বিনা জরিমানায় এবং ৬০ জনের জরিমানার টাকা নিয়ে মুক্তি দেয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন, যাদেরকে কারাদণ্ডের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়েছে। তাদের সে জরিমানার টাকা স্বজনরা জেল গেটে এসে জমা দেন। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। বন্দীরা মুক্তি পেয়ে খুশি। এসময় বগুড়া কারাগারের জেলার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন