সীমিত পরিসরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোকানপাট খুলছে আগামীকাল রবিবার। এ কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচেপড়া ভীড় সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটগুলোতে এ ভিড় দেখা যায়। তবে ঢাকা থেকে আসা যাত্রীদের চাপও ছিলো চোখে পড়ার মতো।
শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায় মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা ফেরিতে উঠার জন্য দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাটের পল্টুনের উপর প্রায় তিন শতাধিক যাত্রী অপেক্ষায় রয়েছে। ঘাটে ফেরি ভিড়ানোর সাথে সাথে যাত্রীরা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে গাদাগাদি করে ফেরিতে উঠছে। সেখানে মানা হয়নি সামাজিক দূরত্ব।
মাগুরা থেকে আসা দৌলতদিয়া ফেরিঘাটে আসা যাত্রী রেশমা বেগম বলেন, পোশাক কারখানা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা কিন্তু মানুষ কীভাবে আসবে সেই ব্যবস্থা না করায় ভোগান্তির শেষ নেই। অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যটারি চালিত অটোতে করে দৌলতদিয়া ফেরিঘাটে এসেছি।
অনান্য যাত্রীরা বলেন, জীবিকার কাছে জীবন বাজি রেখে ভোগান্তি স্বীকার করে ঢাকায় যেতে হচ্ছে। দৌলতদিয়া আসা পর্যন্ত ব্যাটারি চালিত মাহেন্দ্র ও ইজিবাইকে ৭-৮ জন করে এখানে আসতে হয়েছে। ইচ্ছা থাকা সত্বেও সেখানে সামাজিক দূরত্ব মানা যায়নি। গণপরিবহন থাকলে সুবিধা হতো বলে জানান দৌলতদিয়া ফেরিঘাটে আসা এসব যাত্রীরা।
সাতক্ষীরা থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা ট্রাক চালক আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে অর্থনীতির কথা চিন্তা করে দেশ এখন স্বাভাবিকের পথে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে ৬টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরিগুলো দৌলতদিয়া আসলেই যাত্রীরা দ্রুত ফেরিতে উঠে যাচ্ছে। অনেক সময় আমাদের ঘণ্টা খানেক অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বৃদ্ধির আহ্বান জানান একাধিক চালক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রীর পাশাপাশি যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বিকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিকাল থেকে ১০টি ফেরি চলাচল করবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, দৌলতদিয়া প্রান্ত দিয়ে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তারা গুরুত্বপূর্ণ কাজের জন্য ঢাকায় যাচ্ছে। মানবিক দিক বিবেচনা করে তাদের ফেরিতে যেতে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা