মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের দুটি ওয়ার্ডের শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কামারডাঙ্গী যুব সমাজ এর উদ্যোগে গঠিত "আল ইনসাফ" সমবায় সমিতিা পক্ষ থেকে শনিবার দুপুরে কামার ডাঙ্গী চেয়ারম্যান বাড়ী প্রাঙ্গনে ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আ. ছালাম। এসময় উপস্থিত ছিলেন, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আউয়াল সর্দার।
"আল ইনসাফ" সমবায় সমিতির সভাপতি মো. সেলিম শাহরিয়ার ও সৌদি প্রবাসী হাসিবুল হাসান লাভলু সার্বিক ব্যবস্থাপনায় ও আর্থিক সহযোগিতায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরমাধবদিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশ, ইউ পি মেম্বার আশরাফুল আলম ফুল খাঁন, সাবেক প্রধান শিক্ষক এস এম নুরুল হক মাষ্টার, বাতেন মাতুব্বরসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১ কেজি গরুর গোসত, ১ কেজি পোলার চাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, সেমাই ,গুড়া দুধ ও কিসমিস দেয়া হয়। এছাড়া দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়।
এর আগে করোনা ভাইরাস প্রাদুভার্ব শুরু হবার পর থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে "আল ইনসাফ" সমবায় সমিতির সভাপতি মো. সেলিম শাহরিয়ার ও সৌদি প্রবাসী হাসিবুল হাসান লাভলুর পক্ষ থেকে কয়েক দফা চাল, ডাল, আলু, তেল, চিড়া, চিনি, ছোলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল