২৪ মে, ২০২০ ১৩:২৯

লাখপতির বাড়িতে ত্রাণ গেলেও ত্রাণবঞ্চিত অসহায় প্রতিবন্ধী!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

লাখপতির বাড়িতে ত্রাণ গেলেও ত্রাণবঞ্চিত অসহায় প্রতিবন্ধী!

করোনা সংকট মোকাবেলায় ঘরবন্দি মানুষ। আয় কমেছে নিম্ন আয়সহ মধ্যবিত্তদের। সব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল-টাকাসহ বিভিন্ন সুবিধা নিয়ে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় চলছে প্রধানমন্ত্রী প্রদত্ত করোনায় ঈদ উপহার বিতরণ। এতে শত শত স্বচ্ছল মানুষের ঘরে চাল ডাল তেল পৌঁছালেও অনেক নিম্ন আয়ের মানুষের ঘরে হাহাকার চলছে। অভিযোগ উঠেছে লাখপতি সামর্থবান ব্যক্তির বাসায় ত্রাণের চাল পৌঁছালেও ত্রাণ পায়নি পাশের বাড়ির প্রতিবন্ধী পরিবার। 

গত ২২ মে শুক্রবার উপজেলার চারটি ইউনিয়নের ৩ হাজার মানুষকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। এই উপহার গোহালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমনগর গ্রামের মৃত মোসলেম মন্ডলের ছেলে লাখপতি আব্দুস সালামের দোতলা পাকা বাড়িতেও পৌঁছে। মোসলেম অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক, তার স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবি, ছেলে এজেন্ট ব্যাংকিংএর এজেন্ট। অথচ তার দোতলা বাড়ির পাশে মৃত ফরজেন আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী খোঁপড়ি বাড়িতে বসবাস করা শহীদুলের কপালে এখন পর্যন্ত ত্রাণ জুটেনি। এছাড়া আহমেদপুর গুচ্ছগ্রামের দরিদ্র আজাহারের ছেলে নাজমুল ওরফে ডাব্বু, একই গ্রামর আতাউরের ছেলে রুবেলও পায়নি ত্রাণ। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে ভোলাহাট গোহালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর